সারের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৩ আগস্ট ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকদের কাছ থেকে রাসায়নিক সারের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ আগস্ট) দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ইউএনও হাবিবুল হাসান জানান, পাঁচ সার ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।