মরদেহ সংরক্ষণে ব্রাহ্মণবাড়িয়া মর্গে স্থাপিত হচ্ছে হিমাগার
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ সংরক্ষণের জন্য স্থাপিত হচ্ছে হিমাগার বা মরচুয়ারি ফ্রিজ। হিমাগার স্থাপনের জন্য এরই মধ্যে চারটি মরচুয়ারি ফ্রিজ নিয়ে আসা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, অনেক আগে প্রতিষ্ঠিত এই হাসপাতালে সবকিছু পরিবর্তন হলেও দীর্ঘদিনেও মরদেহ সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা ছিল না। ফলে পরিচয়হীন অনেক মরদেহ লাশঘরে পড়ে থেকে নষ্ট হয়ে যেতো। এজন্য হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ায় বেওয়ারিশ মরদেহ দাফন-কাফনের একমাত্র সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘অনেক অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্তে মর্গে কয়েকদিন রাখতে হয়। ততদিনে মরদেহে পচন ধরে নষ্ট হয়ে যায়। এতে মরদেহ কাফন-দাফনেও সমস্যা হয়। হিমাগারটি স্থাপিত হলে আর এ সমস্যার সম্মুখীন হতে হবে না।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান জাগো নিউজকে বলেন, হাসপাতালে মরদেহ সংরক্ষণের জন্য হিমাগার চালু করতে এরই মধ্যে মরচুয়ারি ফ্রিজ নিয়ে আসা হয়েছে। আমরা এখনো তা চালু করতে পারিনি। এটি চালু করতে গণপূর্ত বিভাগের সমন্বয় প্রয়োজন হয়। গণপূর্ত বিভাগের লোকজনও হাসপাতালে এসে দেখে গেছেন। আমরা তাদের কাছ থেকে এক মাস সময় নিয়েছি। আশা করছি এক মাস পর আমরা এটি চালু করতে পারবো।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম