বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এক বছরের সন্তান হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৫ আগস্ট ২০২২
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালুবাড়ি বেড়াতে এসে বজ্রপাতে হালিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার এক বছরের ছেলে সন্তান আহত হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের তপাদারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হালিমা মুন্সিগঞ্জের আটিগাঁও গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী। তাদের ছেলে শাহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নওপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় বাসিন্দা হুমায়ুন মোল্লা জানান, বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ আটিগাঁও থেকে শরীয়তপুরের তপাদারকান্দি খালু মোকলেছ মোল্লার বাড়িতে এক বছরের ছেলে শাহিনকে নিয়ে বেড়াতে আসেন হালিমা। ছেলেকে নিয়ে বিকেলে বাড়ির পাশে নদীপাড়ে ঘুরতে যান তিনি। এ সময় হালকা বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে হালিমা ঘটনাস্থলেই মারা যান।

এ সময় তার ছেলে শাহিন গুরুতর আহত হয়। তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. ছগির হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।