পটুয়াখালীতে কাঁচা মরিচের কেজি ৩০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২২
ফাইল ছবি

পটুয়াখালীতে হঠাৎ করেই কয়েকগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। বৃহস্পতিবার দিনভর প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর বিকেলের পর অধিকাংশ সবজীর দোকানে কাঁচা মরিচের দেখা মেলেনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) পটুয়াখালী শহরের প্রধান বাজার নিউ মার্কেট ঘুরে দেখা যায়, অন্যান্য সবজির স্বাভাবিক থাকলেও সপ্তাহের ব্যবধানে কয়েকগুণ বেড়েছে কাঁচা মরিচের। ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা জাকির হোসেন জানান, বাজারে কাঁচা মরিচের আমদানি না থাকায় পাইকারি বাজারে আড়াইশ টাকার বেশি দামে কিনতে হয়েছে। সে কারণে খুচরা বাজারে ৩০০ টাকার নিচে কেউ বিক্রি করতে পারেনি।

এদিকে দাম বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে কাঁচা মরিচ কেনার আগ্রহ নেই বললেই চলে। অনেকে বাধ্য হয়ে কাঁচা মরিচ কিনলেও একশ থেকে আড়াইশ গ্রাম করে কিনেছেন বলে জানান বিক্রেতারা।

তবে ক্রেতারা বলছেন, বাজারে সবজিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহম্মদ সেলিম জানান, হঠাৎ করেই কাঁচা মরিচের দাম কেন বেশি রাখা হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।