ডাকঘর মরবে না, ডিজিটাল হচ্ছে: মোস্তাফা জব্বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৬ আগস্ট ২০২২
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাকঘর কখনো মরবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, এক সময়ে চিঠি পত্র ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। এখন প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে ডাকঘর ডিজিটাল হচ্ছে।

শনিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার নির্মাণাধীন ডাকঘর অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ একটা সোনা ফলা দেশ। আশা করি আমাদের মায়েরা এ সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, পৌর আওয়ামী লীগের সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, বদরপাশা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, সাংবাদিক জাহাঙ্গীর আলম।

এ কে এম নাসিরুল হক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।