জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ আগস্ট ২০২২
শেরপুরে মশাল মিছিল

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল মিশিল করেছে যুব-অধিকার পরিষদ। শনিবার (৬ আগস্ট) রাত ৮টায় এ মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা ঘুরে একই এলাকায় এসে শেষ হয়। এ সময় তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা।

মশাল মিছিলে পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, জেলা শাখার যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, পেশাজীবী সংগঠনের আহ্বায়ক শহিদুল ইসলামসহ অর্ধশত নেতা উপস্থিত ছিলেন।

ইমরান হাসান রাব্বী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।