৫ লিটারে ২৬০ মিলি কম, পেট্রলপাম্পকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৭ আগস্ট ২০২২

কুড়িগ্রাম পৌরশহরে সোনামনি ফিলিং স্টেশন নামে একটি পেট্রলপাম্পে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় প্রতি পাঁচ লিটারে ২৬০ মিলিলিটার পেট্রল কম দেওয়ার অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

রোববার (৭ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মো. নাসির উদ্দীন ও সদর থানা পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, প্রতি পাঁচ লিটারে ২৬০ মিলিলিটার কম পেট্রল দিচ্ছিল সোনামনি ফিলিং স্টেশন। ভোক্তা অধিকারের অভিযানে বিষয়টি ধরে পড়ে। পরে পেট্রল পরিমাপে কারচুপির অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

এ সময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পায় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দলটি।

কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, কুড়িগ্রাম বাসস্ট্যান্ডে অবস্থিত সোনামনি পেট্রলপাম্প পরিমাপে কারচুপি করায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।