মেহেরপুরে হয়রানিমূলক মামলা করায় বাদীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৭ আগস্ট ২০২২

মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় বাদীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ্ এ আদেশ দেন।

রায়ে বাদী হিফজ উদ্দিনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী মোছা. শেফালি খাতুন জানান, আসামিদের বিরুদ্ধে মারধর, প্রাণনাশের হুমকি দেওয়াসহ কয়েকটি অভিযোগ এনে বাদী মো. হিফজ উদ্দিন একটি মামলা করেন। বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। ফলে আদালত আসামিদের খালাস দিয়ে বাদীকে সাত দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতে বাদী নিজেই বলেন, আসামি ঘটনাস্থলে ছিল না। জমি জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ মিথ্যা মামলা দেওয়া হয়। পরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় বাদীকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।