জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৮ আগস্ট ২০২২
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন ওরফে করিম

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী নাজিম উদ্দিন ওরফে করিমকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন বিচারক।

সোমবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত করিম কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে রাতে নাজিম উদ্দিন তার স্ত্রী রওশন আরাকে (২১) শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি বাড়িতে ডাকাতেরা ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। পরে ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম একই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।