জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা পাঁচবিবি উপজেলার নাকোরগাছী এলাকার আব্দুল জব্বারের স্ত্রী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাঁচবিবি স্টেশন এলাকায় এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা থানায় খবর দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
রাশেদুজ্জামান/এমআরআর/এমএস