জ্বালানি তেল কম দেওয়ায় স্টেশন মালিকের লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুরে
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১০ আগস্ট ২০২২

জ্বালানি তেল মাপে কম দেওয়ার অভিযোগে শেরপুরের মমিনবাগ সার্ভিস স্টেশনের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ আগস্ট) দুপুরে অধিদপ্তরের শেরপুর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ এ রায় দেন।

তিনি জানান, মমিনবাগ সার্ভিস স্টেশনে পেট্রল ও অকটেন পরিমাপে কম দেওয়া হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।