বিয়ের ৪ দিনের মাথায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিয়ের চারদিনের মাথায় গলায় ফাঁস দিয়ে শ্রাবণী আক্তার (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুরের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রাবণী আক্তার মুকসুদপুর পৌরসভার হোগলাডাঙ্গা গ্রামের শাহাদৎ শেখের মেয়ে।
শ্রাবণীর বাবা শাহাদৎ শেখ জানান, ৬ আগস্ট (শুক্রবার) ওই গ্রামের টিটুল মুন্সীর ছেলে শাকিল মুন্সীর সঙ্গে শ্রাবণী আক্তারের বিয়ে হয়। বুধবার দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে শ্রাবণী ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মেহেদী হাসান/আরএইচ/জিকেএস