সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
সিরাজগঞ্জে মূল্যতালিকা প্রদর্শন না করায় মা ফাতেমা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সময় প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় মোহাম্মদ ফার্মেসিকে ১০ হাজার ও নিশা ডিপার্টমেন্টাল স্টোরকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার উল্লাপাড়ার পাঁচলিয়া বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়েছে।
এমআরআর/জিকেএস