টেকনাফে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৫ আগস্ট ২০২২

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. হারুন (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা।

রোববার (১৪ আগস্ট) রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প এমআরসি সি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. হারুন ওই ব্লকের ফজল আহমদের ছেলে। তিনি টেকনাফ মডেল থানার একাধিক মামলার পলাতক আসামি।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হারুন টেকনাফ মডেল থানার একাধিক মামলার আসামি। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।