বৃদ্ধাকে বাড়ি ফেরানোর আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৬ আগস্ট ২০২২

বৃদ্ধা এক নারী, নাম ঠিকানা বলতে পারছেন না। শুধু জানেন, বাড়ি যশোরে। তিনি এখন রয়েছেন সাতক্ষীরার কলারোয়া এলাকায়।

যশোর পুলিশের মিডিয়া সেল থেকে বলা হয়েছে, ‘একটি মানবিক আবেদন, উল্লেখিত ভদ্র মহিলাটির প্রকৃতির পরিচয় শনাক্তে জেলা পুলিশ যশোরকে সহায়তা প্রদান করুন। ছবিতে উল্লেখিত এই ভদ্র মহিলাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পাওয়া গেছে। তিনি নাম, ঠিকানা কিছু বলতে পারছেন না, শুধুমাত্র তার বাড়ি যশোর জেলায় এতটুকু বলতে পারছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভদ্র মহিলাকে চিনে থাকেন তাহলে ০১৭৩৬-৫৪৪৭৭৫ এই নম্বরে যোগাযোগ করুন।’

বিষয়টি নিশ্চিত করে যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপণ কুমার সরকার পুলিশের পোস্টটি বেশি বেশি শেয়ার করা আহ্বানও জানান।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।