খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ আগস্ট ২০২২
ফাইল ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে সালমান হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কাজিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সালমান কাজিরচর এলাকার ইকবাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় শিশু সালমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর হয়ে গেলেও সালমান বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকে। বাড়ির আশপাশে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি শুরু হয়। এরপর বাড়ির সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি সালমানের নিখোঁজের ব্যাপারে মাইকিংও করে।

মধ্যরাতে বাড়ির কিছু দূরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় শিশু সালমানের মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জাগো নিউজকে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিত সাহা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।