স্ত্রী সঙ্গে যেতে না চাওয়ায় শ্বশুরবাড়িতে জামাইয়ের বিষপান
নেত্রকোনার দুর্গাপুরে স্ত্রী সঙ্গে যেতে না চাওয়ায় শ্বশুরবাড়িতে বিষপানে সোহেল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোহেল ধোবাউড়া উপজেলার বেদিখোড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, স্ত্রী চম্পা বেগম দীর্ঘদিন যাবত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে বাবাবাড়িতে থাকছিলেন। সোমবার স্ত্রীকে নিজ বাড়িতে নিতে শ্বশুরবাড়ি আসেন সোহেল মিয়া। তবে চম্পা তার সঙ্গে আর যাবে না বলে জানালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষোভে সোহেল মিয়া শ্বশুরবাড়িতেই বিষপান করেন।
শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মমেক হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহে নেওয়ার পথে সোহেল মিয়ার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক জাগো নিউজকে বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে লিখিত আবেদনে জানিয়েছেন। বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এইচ এম কামাল/এসজে/জেআইএম