মেহেরপুরে দুই হোটেল মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২২

বাসি-পচা খাবার ও নোংরা পরিবেশের কারণে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকার দুটি হোটেলকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ইয়ারুল হোটেলকে ১৫ হাজার ও ইসলামিয়া হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সজল আহম্মেদ এ এ জরিমানা করেন।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইয়ারুল হোটেলকে ১৫ হাজার টাকা ও ইসলামিয়া হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

এসময় কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

এর আগে কলেজ মোড় এলাকার মেহেরপুর ফিলিং স্টেশন ও চুয়াডাঙ্গা রোডের অয়ন ফিলিং স্টেশনে অভিযান চালান একই দল। তবে, পরিমাপ ঠিক থাকায় সেখানে কোনো জরিমানা করা হয়নি। এছাড়া বিভিন্ন দোকানে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

আসিফ ইকবাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।