কাঁচা চা পাতা নষ্টের অভিযোগে থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৮ আগস্ট ২০২২

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘটের মধ্যেই শ্রীমঙ্গলের চারটি চা বাগানের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শ্রমিক ধর্মঘটের কারণে তাদের বাগানগুলোর কাঁচা চা পাতা নষ্ট হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে ।

জিডির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম উর রশিদ বলেন, শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, আমরাইল ছড়া, ডিনস্টন ও বালিশিরা চা বাগানের সহকারী ব্যবস্থাপকের পক্ষ থেকে বুধবার রাতে থানায় পৃথক জিডি করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।

কাঁচা চা পাতা নষ্টের অভিযোগে থানায় জিডি

জিডি সূত্রে জানা গেছে, ধর্মঘটের ফলে রাজঘাট চা বাগানের ফ্যাক্টরিতে ১ লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা ফ্যাক্টরিতে ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা ফ্যাক্টরিতে ৫০ হাজার ২০৭ কেজি ও আমরাইল চা ফ্যাক্টরিতে ৫ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা পাতা নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

কাঁচা চা পাতা নষ্টের অভিযোগে থানায় জিডি

এদিকে, থানায় জিডি করার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল জাগো নিউজকে বলেন, এই চা পাতা নষ্ট হওয়ার পেছনে মালিকপক্ষই দায়ী। যদি তারা আমাদের দাবি মেনে নিতো তাহলে এতদিনের ধর্মঘট হতো না। মালিকপক্ষ ইচ্ছে করেই কালক্ষেপণ করে চায়ের ক্ষতি করছে।

আব্দুল আজিজ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।