শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২০ আগস্ট ২০২২
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জহির

ফেনীর দাগনভূঞা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জহির আহাম্মদ (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জহির দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়া গ্রামের আলম মেম্বার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর জহির শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টার সময় সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জহির আহাম্মদের সবন্ধী দেলোয়ার হোসেন বলেন, ‘জহির দীর্ঘদিন সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করানোর কথা ছিল।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।