গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২১ আগস্ট ২০২২

গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকির হোসেন (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জাকির হোসেন উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত হাজী জব্বারের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজী জানান, বাড়ির পাশের গোয়ালঘরে কাজ করতে যান জাকির। এ সময় ঘরের টিনের সঙ্গে বিদ্যুতের তার লেগে থাকায় সেখানে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।