বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৩ আগস্ট ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে মুক্তারের মৃত্যুর খবরে হাসপাতালে পুলিশ

রাঙ্গামাটিতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. মুক্তার উদ্দীন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের স্বর্ণটিলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুক্তার ওই এলাকার জমির উদ্দীনের ছেলে।

স্থানীয় যুবক মোহাম্মদ রায়হান বলেন, ‘মুক্তার ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগের কাজ করেন। সকালে বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন ঠিক করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তৃষা চাকমা জাগো নিউজকে বলেন, ‘দুপুর ১২টা দিকে তাকে হাসপাতালে আনা হয়। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ‘ঘটনা শুনে হাসপাতালে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।