বেশি দামে সার বিক্রি, ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০২২

মেহেরপুরে বিএডিসি সার ডিলার মনিরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশি দামে ইউরিয়া ও টিএসপি সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বামনপাড়ায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বামনপাড়ায় বিএডিসি সার ডিলার মেসার্স মনিরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্স নামে প্রতিষ্ঠানে তদারকিকালে সরকারনির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাদের গোপন নথিপত্র চেক করে ১ হাজার ১০০ টাকার ইউরিয়া ১ হাজার ২৬০ টাকা ও ১ হাজার ১০০ টাকার টিএসপি সার ১ হাজার ৭৫০ টাকাসহ অন্যান্য সারও বেশি দামে বিক্রির রশিদ জব্দ করা হয়। এসময় নির্ধারিত দামের অধিক মূল্যে সার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম ও পুলিশের একটি টিম সহযোগিতা করে।

আসিফ ইকবাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।