সান্তাহারে ১১ মামলার আসামি মাদক কারবারি শুটকি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৪ আগস্ট ২০২২
গ্রেফতার রহিমা বেগম শুটকি

বগুড়ার আদমদীঘির সান্তাহারের ১১ মাদক মামলার আসামি মাদক কারবারি রহিমা বেগম ওরফে শুটকিকে (৫০) বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টায় শুটকির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৪ পিস অ্যাম্পুল ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় বসবাস করেন মাদক কারবারি রহিমা বেগম ওরফে শুটকি। তার স্বামী নজরুলের বিরুদ্ধেও ৯টি মামলা আছে। তারা স্বামী-স্ত্রী এলাকায় চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা বাড়ি থেকেই তারা মাদক বেচাকেনা করে আসছিলেন।

এর আগে একাধিক মামলায় কারাভোগ করলেও ছাড়া পাওয়া মাত্র ফের মাদক কারবার শুরু করেন তারা। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক সম্রাজ্ঞী শুটকি তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রেখেছে। সেই সূত্র ধরে বুধবার সকাল ৮টায় সেখানে অভিযান পরিচালনা করে উল্লেখিত পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী নজরুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতার আসামি শুটকিসহ তার পলাতক স্বামী নজরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার শুটকিকে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।