পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা
নাটোরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আলিফ নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে শহরের মল্লিকহাটি মহল্লার ঈদগাহ মাঠ সংলগ্ন একটি হোটেলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাওন। তিনি মল্লিকহাটি মহল্লার দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই মহল্লায় বাড়ি হওয়ায় শাওনের সঙ্গে আলিফের বন্ধুত্ব গড়ে ওঠে। এ সম্পর্কে আলিফ শাওনের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। বৃহস্পতিবার সকালে দুই বন্ধু একসঙ্গে ঘাস কাটার জন্য বের হন। পরে সকাল ৯টার দিকে ঈদগাহ মাঠ সংলগ্ন একটি হোটেলে নাস্তা করতে বসেন তরা। নাস্তার টেবিলে শাওন পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলিফ ক্ষুব্ধ হয়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে শাওনকে কপিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর হাসপাতালে, সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আলিফকে আটকের জন্য অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস