অভিমানে ছেড়েছিলেন বাড়ি, ৮ মাস পর ফিরিয়ে আনলো পুলিশ
শেরপুরের শ্রীবরদীতে বাজার করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন (৩৬) নামে এক ব্যক্তি। পরিবারের সদস্যের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে দীর্ঘ আট মাস পর বুধবার (২৪ আগস্ট) পুলিশ গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। পরে আলমগীরকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ নভেম্বর বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হন আলমগীর। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। তবে কোথাও খুঁজে না পেয়ে গত ১৯ জুলাই শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। এরপর থেকেই পুলিশ খুঁজতে থাকে আলমগীরকে। একপর্যায়ে তার সন্ধান পাওয়া যায়। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
আলমগীরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর বাপের বাড়ি চলে যাই। এক সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন স্বামীকে ফিরে পেয়ে আমরা অনেক খুশি।
তবে কী কারণে স্বামী নিখোঁজ হয়েছিলেন, এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।
তবে, আলমগীর হোসেন বলেন, পরিবারের সদস্যদের ঠিকমতো ভরণপোষণ দিতে পারিনি। অনেকটা অপারগ ছিলাম। পরে বাজার করার কথা বলে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাই।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সাধারণ ডায়েরি করার পর থেকেই তাকে সন্ধান করা হচ্ছিল। অবশেষে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। আলমগীরকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/এএসএম