মাদক মামলায় বৃদ্ধের ১৫ বছর কারাদণ্ড
কক্সবাজারে মাদক মামলায় এক বৃদ্ধকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মো. জাফর আলম (৬০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের মৃত পেঠান বক্সের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই সকাল ১০টায় কাঞ্চনপাড়ার জাহেদের দোকোনের সামনে থেকে ৩০ হাজার ইয়াবাসহ জাফরকে গ্রেফতার করে র্যাব। ওইদিন রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশূলী (পিপি) ফরিদুল আলম বলেন, ইয়াবার সেই মামলায় ২০২১ সালে ১৯ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। পরে মামলার বিচারিক কার্যক্রম শেষে আসামির উপস্থিতিতেই বৃহস্পতিবার ওই সাজার আদেশ দেন আদালত।
সায়ীদ আলমগীর/ইএ