বাঘাইছড়িতে ফের আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটির
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৬ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ফের আঞ্চলিক দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম জারুলছড়ি দুলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসিত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো হতাহত পাইনি।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।