কক্সবাজারে ইয়াবা-স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
কক্সবাজারের উখিয়া ও ঘুমধুমে পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ২০টি স্বর্ণের বারসহ জব্দ করেছে বিজিবি। এসময় কবির আহম্মদ (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে উখিয়ার পালংখালী রহমতের বিল এলাকা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কবির আহম্মদ নাইক্ষ্যংছড়ি বালুখালী তুমব্রু পশ্চিমকুলের জাফর আহমদের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদল লক্ষ্য করে গুলি ছুড়ে নাফনদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একই দিন ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায়। এসময় কবির আহম্মদের দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম