প্রেমিকার সঙ্গে অভিমান, ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৭ আগস্ট ২০২২
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রেমিকার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন (২২) নামের এক যুবক। শনিবার (২৭ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর ধরে ঢাকায় একটি কোম্পানির অধীনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন রাকিব হোসেন। শনিবার সকালে ঢাকা থেকে বাড়িতে অসেন তিনি। উঠানের সামনে একটি ভ্যানে বসে মোবাইলে কথা বলছিলেন। এরপর হঠাৎ ফোন কেটে ঘরের ভেতর ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন টের পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জাগো নিউজকে বলেন, এক বছর আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান রাকিব। বাড়িতে ফিরে আসার পর রাকিব ঢাকা চলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকার ওপর অভিমান করে বাড়িতে ফিরে সে আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।