তিন বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৭ আগস্ট ২০২২
মো. আবুল কাশেম (সাদা শার্ট পরিহিত)

তিন বছরের সাজা এড়াতে ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মো. আবুল কাশেমের (৫০)। শনিবার (২৭ আগস্ট) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার মো. আবুল কাশেমকে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব সলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ২০০১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে ফেনসিডিলসহ ধরা পড়েন মো. আবুল কাশেম। সে সময় বেগমগঞ্জ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি পালিয়ে যান। ২০০৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তিন বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, আদালতে রায় ঘোষণার পর তিনি স্ত্রী, সন্তান নিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। সেখানে তিনি রিকশা চালাতেন। কখনো কখনো কিছু সময়ের জন্য রাতের আঁধারে বাড়িতে আসা-যাওয়া করতেন আবুল কাশেম। স্থানীয়দের কেউই তার গ্রেফতার বা সাজা সম্পর্কে জানতেন না।

কিছুদিন আগে পরশুরাম থানা পুলিশ জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেম মাঝে মধ্যে রাতের আঁধারে বাড়িতে আসেন। তারপর থেকে খোঁজ রাখতে শুরু করেন তারা। শুক্রবার রাতে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি পৌঁছালে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।