উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-আগ্নেয়াস্ত্র জব্দ, রোহিঙ্গাসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৭ আগস্ট ২০২২
র‌্যাবের হাতে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতাররা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র জব্দ করেছে র‌্যাব। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে আটক করা হয়। শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি ব্লকের মো. তাহেরের ছেলে আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি (৫৫), বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-৫২ এর মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আয়াজ ওরফে আজিজুল (৫৫), নাইক্যংছড়ির ঘুমধুম বেতবুনিয়ার ফজল করিম মেম্বারের ছেলে ইলিয়াছ (৩৮), উখিয়ার পালংখালীর পূর্ব পারিরবিল বটতলী এলাকার মো. মঞ্জুর মিস্ত্রির ছেলে সাহেদ (২১) ও একই এলাকার মৃত ফরিদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-আগ্নেয়াস্ত্র জব্দ, রোহিঙ্গাসহ আটক ৫

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে উখিয়ার জামতলী ক্যাম্পের বাইরে অবস্থান করে র‍্যাব। ক্যাম্পে প্রবেশের সময় ১ লাখ ইয়াবাসহ ইলিয়াছকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বালুখালী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি একে-২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল ও ১৭ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করা হয়। অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ইয়াবা ও অস্ত্র কারবার নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি বেশ আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন। মিয়ানমার ও বাংলাদেশে তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে। কয়েক মাস আগে তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।