মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৭ আগস্ট ২০২২

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাউফলের কালিশুরীর কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো. এলমাস সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার হাফিজুর রহমান মৃধার ছেলে মো. ইলিয়াস হোসেন বাবলু (৪৫)।

জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দেন এলমাস ও ইলিয়াস। পথে সদর উপজেলার লোহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।