কলাপাড়ায় বিএনপি অফিসে হামলা-ভাঙচুর
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
তবে এই হামলায় ছাত্রলীগকে সন্দেহ করছে বিএনপি। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক জাগো নিউজকে বলেন, রোববার আমাদের একটি দলীয় প্রোগ্রাম রয়েছে। সে উপলক্ষে শনিবার সন্ধ্যায় পার্টি অফিসে নেতাকর্মীরা আলোচনা শেষে অনেকে নামাজে বের হয়েছিল। তবে আমি ও উপজেলা বিএনপির সভাপতি দলীয় অফিসে অবস্থান করেছিলাম। হঠাৎ ৩০-৪০ জনের একটি দল এসে অফিসে ঢুকে চেয়ার, টেবিল ও ফ্যান ভাঙচুর করে।
তিনি আরও বলেন, হামলাকারীরা ছাত্রলীগের স্লোগান দিয়েছে তাই অনুমান করছি তারা ছাত্রলীগের নেতাকর্মী।
তবে হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততা নেই বরং বিএনপি নিজেরাই ভাঙচুর করে ছাত্রলীগের ওপর দায় চাপাচ্ছে বলে দাবি করেছেন, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিএনপি অফিসের হামলা হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু এখনো আমাদের কাছে তারা জানায়নি এবং কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/জেআইএম