ডিপ্লোমার মেয়াদ ৪ বছর রাখার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৯ আগস্ট ২০২২
বিক্ষোভ মিছিল করেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

ডিপ্লোমা কোর্স চার বছর রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শহরের ঝাউবন, সার্কিটহাউজ মোড় হয়ে বি-টাইপ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- শিক্ষার্থী সাইফুল ইসলাম সায়েম, রাকিবুল হাসান রাব্বি, রাকিব হোসাইন ঢালী, মাহামুদুল হাসান রাফি, মো. সবুজ মাহামুদ প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রীর বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছরের ঘোষণা দেয়া হয়। ডিপ্লোমার মেয়াদ তিন বছরে কমিয়ে আনা হলে চাকরির ক্ষেত্রে গ্রেট কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মানও কমে যাবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

এজন্য তারা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা অব্যাহত রাখার দাবি তুলেন। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবিও জানান শিক্ষার্থীরা।

আব্দুস সালাম আরিফ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।