গোয়ালঘরের দেওয়াল ভেঙে দুই গরু চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৯ আগস্ট ২০২২

নাটোরের বড়াইগ্রামে গোয়ালঘরের ইটের দেওয়াল ভেঙে প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে তার ঘুম ভেঙে যায়। পরে গোয়ালঘরে গরুগুলো কী অবস্থায় আছে তা দেখতে যান। এ সময় দেখেন গোয়ালঘরে দুটি গরু নেই এবং পেছন দিকের দেওয়াল ভাঙা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি। চুরি যাওয়া গরু দুটির মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেন গৃহকর্তা সাইফুল।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গরু চুরির ঘটনায় মামলা করা হয়েছে। গরু উদ্ধার ও চোর শনাক্ত করতে চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।