৮ বছর পর দখলমুক্ত হলো খাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৯ আগস্ট ২০২২
খালের অবৈধ বাঁধ কাটছেন শ্রমিকরা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দীর্ঘ আট বছর পর একটি গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করেছে প্রশাসন।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার শুভদিয়া ইউনিয়নের মালুর কাটাখালী খালে থাকা অবৈধ বাঁধ শ্রমিক দিয়ে কেটে অপসারণ করা হয়। এতে খুশি স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ইমদাদ হোসেন বলেন, ‘মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরও মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানিও নামতো না। প্রশাসনের পক্ষ থেকে বৈধ বাঁধ অপসারণ করায় এলাকার সবাই খুশি। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।’

হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, ‘খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। অবশেষে খালে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হলো।’

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে ফকিরহাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মো. আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা খাল দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।