সন্তানদের সামনে গৃহবধূকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৯ আগস্ট ২০২২

নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শরিফ হাসানকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৯ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নয়াদিল বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেফতার শরিফ হাসান নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূ (২৫) দুই সন্তান নিয়ে রায়পুরার মির্জাপুর এলাকার স্বামীর বাড়িতে বসবাস করেন। গত ২১ আগস্ট রাতে তিনি সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আগে থেকে ওত পেতে থাকা শরিফ হাসান ও তার সহযোগী শাহপরান (২২) দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর হাত-পা-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেন তারা।

শিশু সন্তানদের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করা হয়। পরে সন্তানদের সামনে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। ধর্ষণে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনা কাউকে জানানো হলে তাকে এবং ছেলেদের হত্যার হুমকি দেন ধর্ষকরা। ঘটনার পর রায়পুরা থানায় অভিযোগ করেন নির‌্যাতনের শিকার ওই নারী।

সঞ্জিত সাহা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।