কসবায় একই মঞ্চে বিএনপি-যুবলীগের সমাবেশের ঘোষণা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় কসবা পৌর মুক্ত মঞ্চে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।
এদিকে একই মঞ্চে ও একই সময় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে কসবা উপজেলা যুবলীগ। সোমবার সন্ধ্যা থেকে মঞ্চ দখলে রয়েছে যুবলীগের।
দুই দল একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় কসবা পৌর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান জাগো নিউজকে বলেন, এখন আমরা অনুমতি চাই না, অবহিত করে থাকি। তাই পৌর মুক্ত মঞ্চে সমাবেশের কথা জানিয়ে গত ২৭ আগস্ট জেলা প্রশাসনকে অবহিত করেছি। পরে শুনলাম একই স্থানে যুবলীগ কর্মসূচি ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমরা এই স্থানেই সমাবেশ করার সিদ্ধান্তে অটল। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবো।
তবে উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে। আমাদের কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে থেকেই ছিল। তাই আমরা প্যান্ডেল করেছি, মঞ্চ সাজিয়েছি।
এদিকে বিএনপির সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ