বুড়িমারী স্থলবন্দরের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ৩০ আগস্ট ২০২২

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকা, আগারগাঁও কার্যালয়ের পরিচালক (প্রশাসন) বিভাগের ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত একটি বদলি আদেশের চিঠি ২৫ আগস্ট জারি করা হয়। এতে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, ট্রাফিক পরিদর্শক জাহীদুর রহমান, হিসাবরক্ষক আদনান খালিদ বসুনিয়া ও ক্যাশিয়ার ভ্রমর কুমার সরকারকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে, ট্রাফিক পরিদর্শক সালাউদ্দিনকে ফেনীর পরশুরাম বিলোনিয়া স্থলবন্দরে, ট্রাফিক পরিদর্শক শাহিন মাহমুদ ও আমিনুল হককে ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরে, ওয়্যার হাউজ সুপারিন্টেনডেন্ট মানিকুর রহমানকে ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে, একই পদের মিনহাজ উদ্দিন, হারুন অর রশিদ, আবুল বাসার ও কম্পিউটার অপারেটর হাসমত উল্লাহকে যশোরে বেনাপোল স্থলবন্দরে, ওয়্যার হাউজ সুপারিনটেনডেন্ট মাছুদ রানাকে দিনাজপুরের জেলার হিলি স্থলবন্দরে, একই পদের ফিদা হাসানকে পঞ্চগড়ের বেনাপোল ও এস এম মাসুম বিল্লাহকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সেলিম রেজাকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বুধবার যোগদান করতে বলা হয়েছে।

একই তারিখে উল্লেখিত স্থলবন্দর গুলো থেকে পদায়ন হওয়া ১১ কর্মকর্তা-কর্মচারীকে বুড়িমারী স্থলবন্দরে যোগ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আমিসহ ১৬ জনকে বদলির আদেশ দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গায় স্থলবন্দর হচ্ছে, তাই একসঙ্গে এতজনকে বদলি করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক আমাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

রবিউল হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।