বান্দরবানে একজনকে গুলি করে হত্যা
বান্দরবানে মংসাই মারমা (৪৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদমপ্রু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মংসাই কদমপ্রু পাড়া এলাকার মৃত চিংহ্লা মং মারমার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, কদমপ্রু ও বরইতলী পাড়ার মাঝামাঝি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে এলাকাবাসী গিয়ে দেখেন মংসাই মারমার মরদেহ রাস্তার পাশে পড়ে আছে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
ইউপি চেয়ারম্যান আরও জানান, তার জানামতে মংসাই মারমা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। নিহত মংসাই মারমা কবিরাজি ও বৈদ্যালি করতেন বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জাগো নিউজকে বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দশ্যে রওনা দিয়েছে।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম