গাঁজাসহ গ্রেফতার প্যানেল মেয়রের ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ৩১ আগস্ট ২০২২
গ্রেফতার জারিফ আনছারি অভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জারিফ আনছারি অভি (২২) নামে এক তরুণকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাদকসহ গ্রেফতার জারিফ আনছারি অভি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, সোমবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আযমপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠান বিচারক।

তিনি আরও জানান, এই ঘটনায় জারিফ আনছারি অভির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।