জয়পুরহাটে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা ও একটি সিলগালা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত জয়পুরহাট শহর ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালান।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় নাবা-আয়াত ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া এসবি পোলার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার, রওশন ক্লিনিককে পাঁচ হাজার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ নিশ্চিতে আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।

রাশেদুজ্জামান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।