ওএমএসের চাল বিক্রির জন্য মজুত, দোকানির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল মজুত রাখায় দোকানীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের ৫ নম্বর ওয়ার্ডের জাদিপাড়া এলাকার অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ। এসময় বাপ্পা স্টোর থেকে ১৮ চালের বস্তা জব্দ করা হয়।

jagonews24

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাজিয়া আফরোজ জানান, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।