ধানক্ষেতের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

কুড়িগ্রামে নানার বাড়ির পাশের ধানক্ষেতে জমের থাকা পানিতে পড়ে হামিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভরসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামিম উপজেলার বেলগাছা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হামিমকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেতে ভাসতে দেখেন তাকে। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামিমের নানা নিজাম উদ্দিন বলেন, ধানক্ষেতে কখন পড়েছে জানি না। আমার বাড়িতে বেড়াতে এসে কিছু দিন ধরে এখানে রয়েছে। পরে বিকেলে তাকে উত্তরকামার কবরস্থানে দাফন করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ধানক্ষেতের পানিতে পড়ে হামিমের নিহতের সত্যতা নিশ্চিত করছেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।