বরগুনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
‘সাবেক এমপি নুরুলকে মারধরের ঘোষণা আগেই দিয়েছিল আওয়ামী লীগ’
বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে মারধরের ঘোষণা একদিন আগেই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়েছিল বলে দাবি করেছে বরগুনা জেলা বিএনপির নেতাকর্মীরা।
বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের পর রোববার (৪ সেপ্টেম্বর) রাত ১০টায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুখ মোল্লা।
তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি পাথরঘাটায় যাওয়ার খবরে পাথরঘাটাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা উৎসাহিত হয়। জনসমর্থন দেখে পাথরঘাটার আওয়ামী লীগ নেতারা মনির সব কর্মসূচিতে না যাওয়ার জন্য পাথরঘাটা বাজারের সবাইকে আগেই সবধান করে দেয় এবং ঘোষণা দেয় নুরুল ইসলাম মনি পাথরঘাটা ঢুকতে চাইলে তাকে ও তার সমর্থকদের পিটানো হবে। সেই ঘোষণা অনুযায়ী রোববার সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি পাথরঘাটায় যাওয়ার পথে তাকে ও তার সমর্থকদের মারধর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন>> বরগুনায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর
এ ঘটনায় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মাদ ফারুখ, সদস্যসচিব এম কামরুল ইসলামসহ ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।
এর আগে রোববার বিকেলে ঢাকা-পাথরঘাটা মহাসড়কে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এমএ আজীম/এমএএইচ/