আগামীতে ধান চাষ বন্ধ করে দেবে কৃষক: বুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

যেভাবে সার ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে কৃষকের উৎপাদন খরচ উঠে না। আগামীতে কৃষক ধান চাষ বন্ধ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা বুলু বলেন, বঙ্গবন্ধুকে দেশের মানুষ এমন ভালো বাসতেন যে, তার মৃত্যুর সময় কেউ রাস্তায় নামেনি। বিচারের দাবি করেনি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন না। তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিশোধ নিতেই তিনি দেশে ফিরেছিলেন

তিনি আরও বলেন, শেখ হাসিনা কারচুপি করে চোরাই পথে ক্ষমতায় এসেছেন। এখন উন্নয়নের কথা বলে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে দেশের মানুষকে কোণঠাসা করে রেখেছেন।

রবিউল হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।