কলেজের তিনতলায় মিললো পিয়নের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনের তিনতলা থেকে অফিস সহকারী মনিরুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মনিরুল ইসলাম ওই কলেজের অফিস সহকারী (পিয়ন) ও উপজেলার চাপড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য সহকর্মীদের সঙ্গে কলেজ ত্যাগ করেন মনিরুল। কিন্তু কলেজ শেষে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে তার ছেলে কলেজের মালি আইয়ুব আলী ও পিয়ন রমজান আলীকে নিয়ে কলেজে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা কলেজের প্রশাসনিক ভবনে এসে দেখেন ভেতর থেকে কেচিগেটে তালা ঝুলানো।

পরে তালা খুলে ভেতরে খোঁজাখুঁজি করেন এবং তার মুঠোফোনে কল দেন। এ সময় মুঠো ফোনের রিংটন বেজে উঠলে ভবনের তিনতলায় তাকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খবর দেওয়া হলে পুলিশ রাত সোয়া ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কলেজের মালি আইয়ুব আলী ও অপর পিয়ন রমজান আলী জানান, বাদ মাগরিব মনিরুলের ছেলে বায়োজিদ জিম আমাদের সঙ্গে তার বাবাকে খুঁজতে কলেজে আসে। এ সময় প্রশাসনিক ভবনে এসে দেখি ভেতর থেকে তালা দেওয়া। তালা খুলে আমরা ভেতরে ঢুকে খোঁজাখুঁজি করি। পরে জিম তার (মনিরুল) ফোনে কল দেয়। রিংটন বেজে উঠলে জিম তিনতলায় গিয়ে চিৎকার করে ওঠে। আমরা দুজন ছুটে গিয়ে রশির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি।

চাপড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মনোয়ার হোসেন লালন বলেন, মনিরুল আমার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন মানসিক ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। হয়তো মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন।

বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাজিদুল ইসলাম বলেন, দুপুরে সবাই একসঙ্গে কলেজ ত্যাগ করি। পরে সন্ধায় মুঠোফোনে জানতে পারি তিনতলায় মনিরুলের মরদেহ ঝুলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে কলেজের তৃতীয় তলা থেকে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আল মামুন সাগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।