টেকনাফে একে-৪৭ সদৃশ রাইফেলসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউপির নয়াপাড়া এলাকা থেকে দেশীয় তৈরি একে-৪৭ সদৃশ রাইফেলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। সোমবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫’র মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউপির মাঝের ডেইল এলাকার মৃত আঞ্জু মিয়ার ছেলে রবি আলম ইব্রাহিম (২৭), টেকনাফের হ্নীলার আলীখালীর মৃত ঠান্ডা মিয়ার ছেলে মো. ইসমাইল (২৫)। তাদের সঙ্গে থাকা হ্নীলার দক্ষিণ আলীখালীর রশিদ মিয়ার ছেলে হারুন (২৮) পালিয়ে যান বলে উল্লেখ করা হয়।

gun

র‌্যাব-১৫’র মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদে জানা যায় টেকনাফের বাহারছড়ার নয়াপাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল রাত ১টার দিকে ওই স্থানে পৌঁছালে কয়েক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে আভিযানিক দল দুজনকে গ্রেফতার করে এবং অপর একজন পালিয়ে যায়। আটকদের দেহ ও আশপাশের এলাকা তল্লাশি করে হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১টি দেশীয় তৈরি একে-৪৭ সদৃশ রাইফেল, পরিহিত লুঙ্গির ডান কোচায় থাকা ১টি থ্যাতলানো গুলিসহ ৫টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে তারা হেফাজতে রেখেছিল।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।