ধার করা সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা শিক্ষিকা বরখাস্ত
কুড়িগ্রামে ধার করা সন্তানকে নিজের দাবি করে মাতৃত্বকালীন ছুটি কাটানো স্কুলশিক্ষিকা আলেয়া সালমা বেগমের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ফলে আলোচিত ওই স্কুলশিক্ষিকাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম শিক্ষিকার বরখাস্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার ‘ধার করা সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটিতে শিক্ষিকা’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশ হলে আলোচনার ঝড় ওঠে। এরপর নড়েচড়ে বসে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। একইদিন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে সংবাদের প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটি। পরে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এ ছুটি নেওয়ার বিষয়ে যারা ওই শিক্ষিকাকে সহযোগিতা করেছেন তাদের বিচারের আওতায় আনা হবে।
আরএইচ/এএসএম